জান্তার বিরুদ্ধে লড়ছে বৌদ্ধ ও খ্রিষ্টানরা
মিয়ানমারে শুরু হওয়া জান্তাবিরোধী লড়াইয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগ দিয়েছেন বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের একাধিক ব্যক্তি। জান্তার আগ্রাসন থেকে মুক্তি পেতে দেশটির চিন রাজ্যে বৌদ্ধ ও খ্রিষ্টানরা চিনল্যান্ড প্রতিরক্ষা বাহিনীতে যোগ দিয়েছেন। সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে কথা বলে জানা গেছে, দেশকে মুক্ত করতে সাধারণ জীবন ছেড়ে দিয়েছেন তারা। খবর ডয়েচে ভেলের
চিনল্যান্ড ডিফেন্স ফোর্সসহ (সিডিএফ) বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী সামরিক জান্তার বিরুদ্ধে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে। এতে দেশটির বেশ কিছু শহর-গ্রাম এমনকি সীমান্ত এলাকাও বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে এসেছে। এ সময় বহু সেনা প্রাণ হারিয়েছে বা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। অনেক ঘাঁটি হাতছাড়া হয়েছে জান্তাবাহিনীর।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সশস্ত্র লড়াই
- সামরিক জান্তা