ওয়ার্নারের দুরন্ত সেঞ্চুরিতে পার্থে প্রথম দিনে পাকিস্তানের হতাশা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের ডিসেম্বরে টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এরপর ১৬টি ইনিংস খেললেও শতরানের দেখা পাননি, হাফ সেঞ্চুরি পেয়েছেন মাত্র ২ ইনিংসে। তার ওপর পড়েছিলেন সাবেক সতীর্থ মিচেল জনসনের সমালোচনায়। সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম পার্থ টেস্টের আগে বেশ চাপেই ছিলেন ওয়ার্নার। তবে খেলতে নেমেই যেন সব চাপ উড়িয়ে দিলেন এই ওপেনার।


শাহীন আফ্রিদিদের তুলোধুনো করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৬তম টেস্ট সেঞ্চুরি। তাতে টেস্টের প্রথমদিনে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান তুলে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। দলটি রান তুলেছে ওভারপ্রতি চারের ওপরে। 


টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে ওপেনিংয়েই ১২৬ রান তোলেন ওয়ার্নার ও উসমান খাজা। তবে ব্যক্তিগত ৪১ রানে খাজা ফিরলে ভাঙে এই জুটি। এরপর তিনে নামা মারনাস লাবুশেন (১৬) সেট হয়েও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে আরেক পাশে মারকুটে ব্যাটিং চালিয়ে যান ওয়ার্নার। ১২৫ বলে তুলে নেন নিজের সেঞ্চুরি। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথকে নিয়ে গড়েন ৭৯ রানের শক্ত জুটি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও