![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2023-12%2F215da91f-386f-4414-ac3d-4255ab1c18f1%2FReuters_journalist__1_.jpg?auto=format%2Ccompress&fmt=webp)
ইসরায়েল-হামাস যুদ্ধের খবর নিতে গিয়ে ১৭ সাংবাদিক নিহত
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামসের মধ্যে চলমান যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে এ পর্যন্ত ১৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ‘রিপোটার্স উইদাউট বর্ডারস’ (আরডব্লিউবি) এ তথ্য জানিয়েছে।
৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। দুই মাসেরও বেশি সময় ধরে চলা এ যুদ্ধে ১৮৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ হাজার জনেরও বেশি।
৭ অক্টোবর গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ও গ্রামগুলোতে নজিরবিহীন হামলা চালায় হামাসের যোদ্ধারা। তাদের হামলায় ১১৪৭ জন নিহত হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। এরপর থেকে ফিলিস্তিনি ছিটমহলটিতে ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল।