আপনার শিশু কি বয়সের তুলনায় খাটো

প্রথম আলো প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪০

শিশু খর্ব বা বয়সের তুলনায় খাটো কি না, প্রথমে বুঝতে হবে। এ জন্য সমবয়সী শিশুদের তুলনায় কম বাড়ছে কি না, লক্ষ করুন। শিশুর সঠিক বৃদ্ধি সম্পর্কে জানতে প্রথম বছর থেকে প্রতিবার টিকা দেওয়ার সময় (৬ মাস বয়সে একবার, ১ থেকে ৮ বছর বয়স পর্যন্ত ৬ মাস পরপর) দৈহিক পরীক্ষা ও পরিমাপ করা উচিত। এরপর বছরে একবার এই কাজ করতে হবে। স্বাভাবিকভাবে জন্মের পর প্রথম ৩ বছর এবং পরবর্তী সময়ে বয়োসন্ধিকালে শিশুরা দ্রুত লম্বা হয়। এভাবে মেয়েরা ১৫ আর ছেলেরা ১৭ বছর বয়সে কাঙ্ক্ষিত উচ্চতা লাভ করে। মাঝের সময়টুকুতে শিশু গড়ে বছরে ২ ইঞ্চি লম্বা হয়। এর ব্যতিক্রম হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


শুরুতেই চিকিৎসক শিশুর উচ্চতা পরিমাপ করে একটি নির্দিষ্ট গ্রোথ চার্টের সঙ্গে যাচাই করে শিশু প্রকৃতই খাটো কি না, তা নিরূপণ করবেন। যদি শিশু তার বয়সের তুলনায় গ্রোথ চার্ট অনুযায়ী সত্যিই খাটো হয়ে থাকে, তাহলে তার কারণ অনুসন্ধান করা উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও