প্যান্টের সঙ্গে কোন শার্ট মানাবে বলে দেবে চশমা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১৬:২৯
স্মার্টঘড়ির পাশাপাশি স্মার্ট গ্লাস বা চশমাও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রে-বানের সঙ্গে জুটি বেঁধে সম্প্রতি নতুন স্মার্টগ্লাস নিয়ে এসেছে মেটা। এই স্মার্টগ্লাসে অ্যাডভান্সড টেকনোলজি দেওয়া হয়েছে, যার মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রয়েছে।
মেটার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, কিছু মানুষকে এই স্মার্টগ্লাস ব্যবহারও করতে দেওয়া হবে এআই ফিচারটি পরীক্ষা করার জন্য। এআই ক্ষমতাসম্পন্ন এই স্মার্টগ্লাস তার মধ্যে থাকা ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে। এই ফিচার চশমাটিকে বোঝাতে এবং ব্যাখ্যা করতে পারে তারা কী ‘দেখছে’ এবং ‘শুনছে’। উদাহরণস্বরূপ, চশমার ভেতরে থাকা এআই তার সহকারী ক্যামেরা এবং মাইক্রোফোনের সাহায্যে আশপাশের পরিস্থিতির বিশ্লেষণ করতে পারে। তারপর সেটি যা দেখে বা শোনে তার উপরে ভিত্তি করে তথ্য দিতে পারে।