You have reached your daily news limit

Please log in to continue


এশিয়া কাপে ভুল করা আফগানদের সেই অ্যানালিস্টকে এনেছে বিসিবি

লাহোরে এশিয়া কাপে আফগানিস্তান-শ্রীলঙ্কার সেই ম্যাচটা মনে আছে? ম্যাচের শেষ দিকে হিসাব না বুঝে আফগানদের ম্যাচ হারার ঘটনা ব্যাপক আলোড়ন তুলেছিল তখন। আর যাঁর ভুলে এত বড় 'সর্বনাশ' আফগানিস্তানের, তাদের সেই কম্পিউটার বিশ্লেষককে এবার বিসিবি অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ দলে৷

তিন মাস আগে এশিয়া কাপ শেষ হলেও আফগানিস্তান-শ্রীলঙ্কার গ্রুপ পর্বের ম্যাচটার বিশেষ এক তাৎপর্য রয়েছে। সেই ম্যাচে জিতলেই সুপার ফোরে জায়গা পেতে আফগানরা। কিন্তু জয়ের পথে থাকা দলটি তীরে এসে তরি ডুবিয়েছে। সেটিও উইকেট বিলিয়ে নয়, নেট রানরেটের হিসাব ভুল করে। 

শ্রীলঙ্কার দেওয়া ২৯২ রানের লক্ষ্যে ৩৭.১ ওভারের মধ্যে জিততে হতো আফগানিস্তানকে। ৩৭.১ ওভারের মধ্যে জিততে না পারলেও পরে সুযোগ ছিল তাদের। সে ক্ষেত্রে ২৯৫ রান করতে হতো ৩৭.৪ ওভারে। এমনকি ২৯১ রানের স্কোর টাই হওয়ার পরও ছক্কা মেরে জিততে পারলে আফগানিস্তানের সুযোগ ছিল ৩৮.১ ওভার পর্যন্ত। কিন্তু এই নিয়মটা জানত না আফগানিস্তানের কোচিং স্টাফসহ কেউই। ম্যাচ শেষে নিজেদের অপারগতা স্বীকার করেছেন দলের কোচ জনাথন ট্রট। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন