You have reached your daily news limit

Please log in to continue


নতুন রূপে টিভিএসের পুরোনো অ্যাপাচি

জনপ্রিয় টু হুইলার টিভিএস পুরোনো অ্যাপাচির নতুন আপডেড আনছে। ভয়েস অ্যাসিস্ট্যান্ট, স্মার্টফোন কানেক্টিভিটিসহ গুচ্ছের ফিচারসহ নতুন রূপে লঞ্চ হলো টিভিসি অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি।

অ্যাপাচি আরটিআর ১৬০ ৪ভি বাইকের ইঞ্জিন, মাইলেজ, পারফরম্যান্সের পাশাপাশি তার ফিচার্স, সুবিধার ওপরও জোর দিচ্ছে কোম্পানিগুলো। যার অন্যতম উদাহরণ নতুন বাইকটি।

এই নতুন এডিশনে মূলত বেশ কিছু ফিচার্স যোগ হয়েছে, যা আগে ছিল না। যেমন ডুয়াল চ্যানেল এবিএস, ভয়েস অ্যাসিস্ট ইত্যাদি। এছাড়া পাবেন নতুন লাইটনিং ব্লু কালার। টিভিএস অ্যাপাচি ১৬০ ৪ভি এর ২০২৪ মডেলে আরও থাকছে তিনটি রাইডিং মোড (আর্বান, রেন, স্পোর্ট), ডিআরএল নতুন এলইডি হেডলাইট, ডুয়াল চ্যানেল এবিএস, রিয়ার লিফ্ট প্রোটেকশন-সহ নতুন ডিস্ক ব্রেক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন