নিরাপদে থাকতে ব্রাউজারে ইনকগনিটো মোড ব্যবহার করুন

প্রথম আলো প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:১৪

অনেক সময় আমরা অন্যের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করি। তখন প্রয়োজনে ব্রাউজার ব্যবহার করি। এতে অন্যের কম্পিউটারে গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত হতে পারে। এই সমস্যা সমাধানের জন্য ব্রাউজারে প্রাইভেট বা ইনকগনিটো মোড ব্যবহার করতে পারেন। অনলাইন গোপনীয়তা নিয়ে সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্রাউজারে প্রাইভেট বা ইনকগনিটো মোডের ব্যবহারও দ্রুত বেড়েছে।


গুগলের ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডকে বাংলায় ‘ছদ্মবেশী মোড’ হিসেবে দেখা যায়। ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোডে প্রবেশ করলে বিশেষ একটি বার্তা দেখায়। ক্রোমে দেখা যায়, অন্য যাঁরা এই যন্ত্র ব্যবহার করেন, তাঁরা আপনার অ্যাকটিভিটি দেখতে পাবেন না। তাই আরও ব্যক্তিগতভাবে ব্রাউজ করতে পারবেন।


অনেক নিয়মিত ব্যবহারকারী মনে করেন, ইনকগনিটো মোড চালু করলেই অনলাইন কার্যকলাপ পুরোপুরি গোপন করা যায়। তবে এ ধারণা আংশিক সত্য। এ সুবিধার ফলে ব্রাউজার ইতিহাস সংরক্ষণ হয় না বা সেশন শেষে কুকি মুছে যায়। বিশেষজ্ঞদের মতে, এই মোড মূলত যন্ত্রনির্ভর সীমিত মাত্রার গোপনীয়তা প্রদান করে। নেটওয়ার্ক স্তরে ব্যবহারকারীর প্রবেশাধিকার ও ব্রাউজিং কার্যকলাপ এখনো ইন্টারনেট সেবাদাতা (আইএসপি), কর্মস্থলের নেটওয়ার্ক প্রশাসক ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের কাছে দৃশ্যমান থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও