প্রথম চার ব্যাটারেরই ৭০ ছাড়ানো ইনিংস, নিউজিল্যান্ডের রেকর্ড
সুজি বেটস ১০৮, বার্নাডিন বেজুইডেনহুট ৮৬, অ্যামেলিয়া কার ৮৩, সোফি ডিভাইন ৭০। নিউজিল্যান্ড-পাকিস্তান নারী ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যাটিং–ক্রমের প্রথম চার ব্যাটারের রান। কুইন্সটাউনে আজ চার কিউই ব্যাটার মিলে নতুন রেকর্ড উপহার দিলেন মেয়েদের ওয়ানডেকে। মেয়েদের ওয়ানডেতে এই প্রথম ব্যাটিং–ক্রমের প্রথম চার ব্যাটারই ৭০ ছাড়ানো ইনিংস খেললেন।
সিরিজের প্রথম ওয়ানডেতে চার অর্ধশতকের সৌজন্যে নিউজিল্যান্ড করে ৪ উইকেটে ৩৬৫ রান। সিদরা আমিন ১০৫ রান করলেও রান তাড়ায় ২৩৪ রানে অলআউট হয়ে ১৩১ রানে হেরেছে পাকিস্তান নারী দল। মুনিবা আলী ও সিদরা আমিনের উদ্বোধনী জুটি ১৮.৫ ওভারে তোলে ১১০ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা ২-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছিল পাকিস্তান। মেয়েদের টি-টোয়েন্টিতে সেটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম সিরিজ জয়।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ওয়ানডে
- ওয়ানডে ম্যাচ
- ওয়ানডে সিরিজ