গাজার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন মঙ্গলবার
ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার পরিপ্রেক্ষিতে আগামী মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস জানান, নিউইয়র্কের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার বেলা ৩টায় এই অধিবেশন বসবে।
কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
সদস্য দেশগুলোকে লেখা এক চিঠিতে ডেনিস ফ্রান্সিস বলেছেন যে, মিসর ও মৌরিতানিয়ার অনুরোধে এই বৈঠক ডেকেছেন তিনি। আরব গ্রুপের সভাপতি মিসর এবং মৌরিতানিয়া হচ্ছে মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন ফর ইসলামিক কো–অপারেশন অব কান্ট্রিসের (ওআইসি) সভাপতি।