কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিপা ভাইরাস: 'ঝুঁকি এড়াতে রস উৎসব নিরুৎসাহিত করুন'

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ২২:৫০

নিপা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশের বেশি মানুষের মৃত্যু হয়; যারা সুস্থ হয়ে ওঠেন তাদেরও নানা ধরনের স্নায়ুবিক সমস্যা দেখা দেয়। এ কারণে সচেতনতাই প্রাণঘাতি এ রোগ থেকে বাঁচাতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ উঠে এসেছে এক সেমিনারে।


এজন্য খেজুরের কাঁচা রস পান না করা, রস উৎসবের মাধ্যমে খেজুর রস খেতে অন্যকে উৎসাহিত না করার পরামর্শও দিয়েছেন সেমিনারে অংশ নেওয়া জনস্বাস্থ্য ও চিকিৎসা বিশেষজ্ঞদের।


পাশাপাশি গাছ থেকে পড়া আধা খাওয়া ফল না খেতে এবং সব ধরনের ফল ধুয়ে খাওয়ার পরামর্শ তাদের।


রোববার ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরে ‘নিপা ভাইরাসের বিস্তার এবং ঝুঁকি বিষয়ে অবহিতকরন’ সেমিনারে বিশেষজ্ঞরা এমন মত দিয়েছেন।


তারা বলেছেন, নিপা ভাইরাস বাংলাদেশে বড় মহামারী আকারে না এলেও রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে না তা বলা যায় না। এ রোগে মৃত্যুর হার অনেক বেশি এজন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও