![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/12/10/1702215014845.jpg?itok=to7xxmlm×tamp=1702216414)
৯৩ টাকায় আমদানি করা পেঁয়াজ ২০০ টাকায় বিক্রি
দেশের অন্যান্য জেলার মতো নারায়ণগঞ্জের বাজারেও বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। কেজি প্রতি ৯৩ টাকা ৩০ পয়সায় আমদানি করা পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়৷
আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরের বৃহত্তম পাইকারি ও খুচরা বাজার দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ইউনুস বেপারী নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট৷
র্যাব সদস্যদের সহায়তায় কৃষি বিপণন অধিদপ্তর ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।
কৃষি বিপণন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কৃষি বিপণন কর্মকর্তা আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'প্রথমে আমরা বাজারে পেঁয়াজের দাম পর্যবেক্ষণ করেছি। এরপর অভিযান চালাই। আমরা টাকার রসিদ সংগ্রহ করেছি এবং পেঁয়াজের দাম নিয়ে আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেছি।'