প্রণোদনা ঋণ পরিশোধের মেয়াদ বৃদ্ধিসহ নীতিসহায়তা চায় বিটিএমএ

প্রথম আলো প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:১৮

করোনাভাইরাস মহামারি ও পরবর্তীকালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশের অন্যান্য খাতের মতো টেক্সটাইল খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানে বিতরণ করা প্রণোদনা ঋণ পরিশোধের মেয়াদ আরও দুই বছর বৃদ্ধিসহ (প্রচলিত ব্যাংক সুদহারে) বেশ কিছু অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।


চিঠিতে বিটিএমএ বলেছে, মুদ্রার বিনিময় হার বেড়ে যাওয়া, গ্যাসের মূল্যবৃদ্ধি ও শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ব্যবসা করা কঠিন হয়ে উঠেছে। বিটিএমএর সদস্য মিলগুলোকে যথাযথভাবে প্রণোদনা ও নীতিসহায়তা না দিলে এই কঠিন বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব নয় চিঠিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরের কাছে এই চিঠি দিয়েছেন বিটিএমএর সভাপতি মো. আলী খোকন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও