
নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে ৫৫০ আপিল, বৈধ ঘোষণার বিরুদ্ধে ১১টি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ২০:২৪
দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইবাছাই করে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে ৫৬১টি আপিল জমা পড়েছে নির্বাচন কমিশনে।
রিটার্নিং কর্মকর্তারা যে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন, তার মধ্যে ৫৫০টি ফিরে পেতে আবেদন করা হয়েছে। বাকি ১১টি আবেদন জমা পড়েছে বৈধ ঘোষিত প্রার্থীকে অবৈধ ঘোষণার দাবিতে।
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে এবার সারাদেশে মনোনয়নপত্র জমা পড়ে ২ হাজার ৭১৬টি। ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত যাচাইবাছাইয়ে এগুলোর মধ্যে বাদ পড়ে যায় ৭৩১টি।
বাদ পড়াদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ছিলেন ৪২৩ জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ‘দল নিরপেক্ষ’ প্রার্থী হতে চেয়েছিলেন।
দলীয় প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি ৩৭ জন কাটা পড়েছেন বাংলাদেশ কংগ্রেসের। জাতীয় পার্টির ৩০ জন এবং তৃণমূল বিএনপির বাদ পড়েছেন ২৪ জন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
প্রথম আলো
| নির্বাচন কমিশন কার্যালয়
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে