১৫ বছরে স্বাস্থ্যমন্ত্রীর আয় বেড়ে ১১ গুণ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩:০৩
মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অস্থাবর সম্পদের পরিমাণ গত ১৫ বছরে বেড়েছে ১১ গুণেরও বেশি।
২০০৮ সালের জাতীয় নির্বাচনের আগে তার বার্ষিক আয় ছিল ৭০ লাখ টাকার কিছু বেশি। সেই আয় বেড়ে হয়েছে সোয়া আট কোটি টাকা।
আয়ের মতো একই হারে বেড়েছে বেড়েছে অস্থাবর সম্পদও। তবে জায়গা জমির মতো স্থাবর সম্পদ একই আছে।
মানিকগঞ্জ-৩ (সদর) আসনে নৌকা নিয়ে এবার জাহিদ মালেকের পঞ্চম নির্বাচন। ২০০১ সালে তিনি হারলেও জিতেছেন পরের তিনবার।