উইন্ডোজ ১০ এর ফ্রি আপডেট বন্ধ হয়ে যাচ্ছে
২০২৫ সাল থেকে বিনামূল্যে উইন্ডোজ ১০ এর আপডেট করার সুবিধা দেবে না মাইক্রোসফট। গ্রাহকদের উইন্ডোজ ১১ ও ১২ ব্যবহারে উৎসাহিত করার জন্য কোম্পানিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদেনে জানায়।
গত মঙ্গলবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরে থেকে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেটের জন্য গ্রাহকদের অর্থ খরচ করতে হবে। উইন্ডোজ ১০ প্রায় দশ বছর আগে বাজারে ছাড়া হয়েছে। মাইক্রোসফট একই সঙ্গে তিনটি অপারেটিং সিস্টেমকে সমর্থন দিতে চাচ্ছে না। এই পদক্ষেপের মাধ্যমে গ্রাহকদের উইন্ডোজে ১১ ব্যবহারের জন্য প্রলুব্ধ করার আশা করছে কোম্পানিটি। কারণ আপডেট উপযুক্ত কম্পিউটারে এখনো উইন্ডোজ ১১ এর আপডেট বিনামূল্যে পাওয়া যাবে।
২০২১ সালে উইন্ডোজ ১১ বাজারে আসে। এতে কোনো বৈপ্লবিক ফিচার নিয়ে আসা হয়নি। তবে যারা পরিবর্তন খুঁজছেন তাদের জন্য উইন্ডোজ ১১ উপযুক্ত হবে। অর্থ খরচ না করে উইন্ডোজ ১০ আপডেট ছাড়া ব্যবহার করা যাবে। কিন্তু এর ফলে ডিভাইসে ভাইরাস ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
- ট্যাগ:
- প্রযুক্তি
- উইন্ডোজ ১০
- বন্ধ
- আপডেট
- মাইক্রোসফট