নির্বাচনে নিরাপদ-স্মার্ট সড়কের অঙ্গীকার চায় যাত্রী কল্যাণ সমিতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কাছে নিরাপদ সড়ক করার জন্য রাজনৈতিক অঙ্গীকার দাবি করেছে যাত্রী কল্যাণ সমিতি। একইসঙ্গে প্রত্যেক সংসদ সদস্যকে তার নিজ এলাকার যানজট নিরসনে রাজনৈতিক অঙ্গীকার করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক ও স্মার্ট গণপরিবহনের অঙ্গীকার শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, নিরাপদ সড়ক করতে যাত্রী কল্যাণ সমিতি কাজ করছে। সামনের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সারা দেশে নিরাপদ সড়ক করার জন্য অঙ্গীকার করতে হবে। একইসঙ্গে সারা দেশে সড়কে অনিয়ন্ত্রিত ঠিকাদারদের নিয়ন্ত্রণ করার দাবি জানান তিনি।