ডেঙ্গু নিয়ে ৬৬৯ রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জনের
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৬৯ জন রোগী। এ সময়ে এইডিস মশাবাহিত রোগটি পাঁচজনের প্রাণ কেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত সারাদেশে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরের বাইরে ভর্তি হয়েছে ৫৪৫ জন, ঢাকায় এ সংখ্যা ১২৪।
সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৫ হাজার ৫৭ জনে।
এ বছর মোট ভর্তি রোগীর বেশিরভাগ ঢাকার বাইরের বিভিন্ন জেলার, ২ লাখ ৬ হাজার ৫২৯ জন। ঢাকায় ভর্তি হয়েছে ১ লাখ ৮ হাজার ৫২৮ জন।