তুরস্কের মূল্যস্ফীতি উঠেছে ৬২ শতাংশে, কমছে বৃদ্ধির গতি

প্রথম আলো প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৩, ১৮:১২

নভেম্বরে তুরস্কের মূল্যস্ফীতির হার আবার কিছুটা বেড়েছে, তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত কয়েক মাসে আগ্রাসীভাবে নীতি সুদহার বাড়ানোর যে নীতি বাস্তবায়ন করছে, বাজারে তার প্রভাব পড়তে শুরু করেছে বলে দেশটির জাতীয় পরিসংখ্যান সংস্থা মনে করছে।


বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, নভেম্বরে তুরস্কের মূল্যস্ফীতির হার ছিল ৬১ দশমিক ৯৮; আগের মাস অর্থাৎ অক্টোবরে যা ছিল ৬১ দশমিক ৩৬ শতাংশ। টানা ছয় মাস নীতি সুদহার বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির হার কমতে শুরু করেছে বলে দেশটির সরকার মনে করছে। ছয় মাস আগে তুরস্কের নীতিসুদ হার ছিল ৮ দশমিক ৫, এখন যা ৪০ শতাংশে উন্নীত হয়েছে।


এই পরিস্থিতিতে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় মুদ্রানীতির কমিটির বৈঠকে নীতি সুদহার আরও ২ দশমিক ৫ শতাংশ বাড়াবে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও