কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট মাওলানা ফজলুর রেহমান?

জাগো নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ২১:২৫

পাকিস্তানে পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারিতে। এতে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) অথবা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) যে দলই সংখ্যাগরিষ্ঠতা পাক না কেন, দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হবেন জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রেহমান। রোববার (৩ ডিসেম্বর) এমন দাবি করেছেন জেইউআই-এফের এক মুখপাত্র। খবর জিও নিউজের।


পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভির পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছে গত ৮ সেপ্টেম্বর। এরপরও পাকিস্তানি সংবিধানের ৪৪ অনুচ্ছেদের অধীনে দেশটির রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন তিনি। ৪৪ অনুচ্ছেদ অনুসারে, প্রাদেশিক এবং জাতীয় পরিষদের অনুপস্থিতিতে প্রেসিডেন্ট তার পদে বহাল থাকতে পারেন। পাকিস্তানে এ বছরের জানুয়ারিতে প্রাদেশিক এবং গত আগস্টে জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও