যুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতিমালায় আসছে যেসব পরিবর্তন

ডেইলি স্টার যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ১২ মে ২০২৫, ১৭:১৯

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি সরকার নতুন অভিবাসন নীতিমালার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ব্রিটেনের সীমান্তের 'নিয়ন্ত্রণ ফিরিয়ে নেওয়ার' অঙ্গীকার করেছেন।


আজ সোমবার এএফপি এই তথ্য জানিয়েছে।


উল্লেখযোগ্য পরিবর্তন


নতুন নীতিমালা অনুসারে, যুক্তরাজ্যে কমপক্ষে ১০ বছর স্থায়ীভাবে বসবাস করার আগে কেউ অভিবাসনের যোগ্যতা অর্জন করবেন না। বর্তমান নীতিতে এই সময়সীমা পাঁচ বছর।


পাশাপাশি, ইংরেজি ভাষায় দক্ষতার মানদণ্ডও আরও কঠোর করা হবে। পোষ্য কোটায় প্রাপ্তবয়স্করা যুক্তরাজ্যে অভিবাসন করতে চাইলে তাদেরকেও ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞানের প্রমাণ দিতে হবে।


এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, 'আমাদের দেশে যারা আসতে চায়, তাদেরকে (যুক্তরাজ্যের) সমাজের অংশ হওয়ার অঙ্গীকার নিতে হবে এবং আমাদের ভাষা শিখতে হবে।'


'অভিবাসন প্রক্রিয়ার প্রতিটি ধাপ, যেমন কাজ, পরিবার ও পড়াশোনার মানদণ্ড আরও কঠোর করা হবে, যাতে আমাদের হাতে আরও বেশি নিয়ন্ত্রণ থাকে', যোগ করেন স্টারমার।


তিনি বলেন, 'এসবের (নীতির) প্রয়োগ আগের যেকোনো সময়ের তুলনায় কঠোর হবে'।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও