রান্নাঘর ও টয়লেটে যে ৬টি কাজ কখনোই করবেন না
টয়লেটে শিশুর ব্যবহৃত ডায়াপার বা বেবি ওয়াইপস ফ্ল্যাশ করবেন না
বেবি ওয়াইপসের মোড়কে মাঝেমধ্যে লেখা থাকে, ‘ফ্ল্যাশ করার উপযোগী’। কিন্তু সত্যটা হলো, টয়লেট পেপার এবং মানুষের বর্জ্য ছাড়া আর কোনো কিছুই টয়লেটে ফ্ল্যাশ করা উচিত নয়। অন্য কিছু ফ্ল্যাশ করলে তাৎক্ষণিকভাবে না হলেও শেষ পর্যন্ত সেসব পাইপে আটকে বাধার সৃষ্টি করবে। শিশুর ওয়াইপস, ডায়াপার, স্যানিটারি ন্যাপকিন, পেপার টাওয়েল ইত্যাদি পুরো পয়োনিষ্কাশনের ব্যবস্থাকেই বাধাগ্রস্থ করতে পারে। তাই শিশুর ওয়াইপস ও ডায়াপার সব সময় ডাস্টবিনে ফেলুন।
ড্রেনে কড়া কোনো কেমিক্যাল ব্যবহার করবেন না
আপনি যদি বেসিন পরিষ্কারের জন্য দোকান থেকে কেনা কোনো ড্রেন ক্লিনার ব্যবহার করেন, তাহলে আজই তা বাদ দিয়ে দিন। এসব ড্রেন ক্লিনার বেসিন পরিষ্কারের ক্ষেত্রে কার্যকর নয়। তার ওপর এসব বেসিন ক্ষয় করে ফেলে। রাসায়নিক ক্লিনারগুলো পাইপ জ্বালিয়ে ফেলতে পারে। এমনকি ওসব স্পর্শ করলে আপনার ত্বকও পুড়ে যেতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- রান্নাঘরের টিপস
- টয়লেট ফ্ল্যাশ