গোয়েন্দা উপগ্রহ নজরদারি শুরু করেছে উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া গোয়েন্দা উপগ্রহের নজরদারি অভিযান শুরু করেছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ একথা জানিয়েছে।
গত মাসে প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পর উত্তর কোরিয়া এ অভিযান শুরু করল। ওই উপগ্রহ উৎক্ষেপণের জেরে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কেসিএনএ জানায়, পিয়ংইয়ং ‘জেনারেল কন্ট্রোল সেন্টার অব দ্য ন্যাশনাল অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এনএটিএ)-এর কার্যালয়ে নতুন গোয়েন্দা নজরদারি কার্যক্রম শুরু হয়েছে শনিবার। এর মাধ্যমে পাওয়া গোয়েন্দা তথ্য সেনাবাহিনীর নজরদারি ব্যুরো ও ইউনিটগুলোতে পাঠানো হবে।
গত ২১ নভেম্বরে উত্তর কোরিয়া সফলভাবে প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করার কথা জানায়। এই উপগ্রহ হোয়াইট হাউজ, পেন্টাগন, মার্কিন সামরিক ঘাঁটি ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুর ছবি পাঠিয়েছে বলেও তারা দাবি করেছিল।