লোহিত সাগরে বিস্ফোরণের দাবি যুক্তরাজ্যের, জাহাজ পরিচালনায় সতর্কতা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৩, ২২:১৮

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালীতে বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি (ইউকেএমটিও)। পাশাপাশি রোববার (৩ ডিসেম্বর) সকালে ওই এলাকায় ড্রোনের তৎপরতাও শনাক্ত হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে বিশ্বের অন্যতম ব্যস্ত এই প্রণালীতে সতর্কতার সঙ্গে জাহাজ চালানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।


সংস্থাটি বলেছে, বাব আল-মান্দেব প্রণালীতে ড্রোনের তৎপরতা দেখা গেছে। এসব ড্রোন ইয়েমেন থেকে পরিচালনা করা হচ্ছে। ফলে প্রণালী ও এর আশপাশের এলাকায় সব জাহাজকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে। তবে ইউকেএমটিওর এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি দেশটির বার্তা সংস্থা রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও