ইনস্টাগ্রাম পোস্টে নির্দিষ্ট ব্যক্তির মন্তব্য করার সুযোগ বন্ধ করবেন যেভাবে

প্রথম আলো প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫

ইনস্টাগ্রামে নিয়মিত ছবি বা ভিডিও পোস্ট করেন অনেকেই। অনুসরণকারীরা এসব পোস্টে মন্তব্য করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখান। তবে কখনো কখনো ইনস্টাগ্রাম পোস্টে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করেন পরিচিত ব্যক্তিরা। পরিচিত হওয়ার কারণে সেই ব্যক্তিকে অনুসরণকারীর তালিকা থেকে বাদও দেওয়া সম্ভব হয় না। তবে ইনস্টাগ্রাম পোস্টে নির্দিষ্ট ব্যক্তির মন্তব্য করার সুযোগ বন্ধ করে এ ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়ানো সম্ভব। এর ফলে ওই ব্যক্তি ইনস্টাগ্রামে পোস্ট দেখতে পেলেও পোস্টের বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। ইনস্টাগ্রাম পোস্টে নির্দিষ্ট ব্যক্তির মন্তব্য করার সুযোগ বন্ধের পদ্ধতি দেখে নেওয়া যাক।


পোস্টে মন্তব্য করার সুযোগ বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রাম ফিডের নিচের ডানদিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রোফাইল পেজে প্রবেশ করতে হবে। এরপর ওপরে থাকা হ্যামবার্গার মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন নির্বাচন করতে হবে। এবার নিচে স্ক্রল করে ‘হাউ আদারস ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ ইউ’ অপশনের নিচে থাকা কমেন্টসে ট্যাপ করতে হবে। এরপর ‘ব্লক কমেন্টস ফ্রম’ ট্যাপ করে সার্চ অপশনে নির্দিষ্ট ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম লিখতে হবে। অ্যাকাউন্ট দেখা যাওয়ার পর ব্লক বাটনে ট্যাপ করতে হবে।






সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও