You have reached your daily news limit

Please log in to continue


সিরিজের আগমুহূর্তে অবসরের ঘোষণা ক্যারিবীয় তারকার

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াডে নাম ছিল ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক ব্যাটার শেন ডোরিচের। আগামী ৩ ডিসেস্বর শুরু হবে সিরিজটি। তার একেবারে আগমুহূর্তে এসে আজ ১ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্যারিবীয় তারকা ডোরিচ।

ডোরিচের এমন আচমকা অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দলে অসামান্য অবদান রাখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড।

বোর্ডের ডিরেক্টর বলেন, ওয়েস্ট ইন্ডিজ দলে শেনকে অবদান রাখার জন্য ধন্যবাদ জানাতে চাই। তিনি একজন সুশৃঙ্খল ও কঠোর পরিশ্রমী ক্রিকেটার। যিনি স্টাম্পের সামনে এবং পিছনে সর্বদা তার সর্বোচ্চ দিয়ে খেলেছেন। ২০১৯ সালে তার একটি স্মরণীয় সিরিজ ছিল। তিনি বার্বাডোসে ঘরের মাটিতে ইংল্যান্ডকে পরাজিত করতে এবং উইজডেন ট্রফি জিততে একটি অসাধারণ টেস্ট সেঞ্চুরি করেছিলেন। আমরা তার অবসরের সিদ্ধান্তকে সম্মান করি এবং প্রশংসা করি। এটা (অবসর নেওয়া) করা সহজ কোনো নয়। আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে আসায় আমরা তাকে শুভকামনা জানাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন