মনোনয়নপত্র জমার শেষ দিনেও আচরণবিধি লঙ্ঘন

প্রথম আলো প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৫

নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে এই বিধি মানেননি সম্ভাব্য প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিল করতে বড় মিছিল নিয়ে গিয়েছেন।


এর আগের দিন বুধবারও দেশের বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন এলাকায় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা তলব করে গতকাল চারজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও অন্তত আটজন সংসদ সদস্যকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচনী অনুসন্ধান কমিটি। আচরণবিধি ভঙ্গের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসানকেও কারণ দর্শাতে বলা হয়েছে।


তফসিল থেকে ভোটের ফলাফল পর্যন্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করতে নির্বাচন কমিশন ৩০০ আসনে ৩০০টি নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও