কুকিজে যেভাবে কমলার স্বাদ আনবেন

প্রথম আলো প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১৫:০০

বাড়িতে তৈরি কুকিজে আনতে পারেন কমলার স্বাদ, রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।


উপকরণ: ময়দা দেড় কাপ, মাখন ৩ টেবিল চামচ, আইসিং সুগার পৌনে ১ কাপ, ডিম ১টি, কমলার রস ২ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ কোয়াটার চা-চামচ, কমলার খোসাকুচি ১ চা-চামচ।


প্রণালি: প্রথমেই মাখন ও আইসিং সুগার ভালোভাবে মিশিয়ে নিন। এবার কমলার রস, কমলার খোসা ও ডিম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর ময়দা, লবণ, বেকিং পাউডার মিশিয়ে এক ঘণ্টা ফ্রিজের নরমাল অংশে ঢেকে রাখুন। এক ঘণ্টা পর ওভেন ট্রেতে কুকিজ আকারে দিয়ে প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রিতে ১৫ মিনিট বেক করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও