
উল্টো লিড নিয়ে থামল নিউজিল্যান্ড
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৫
লিডের আশা নিয়ে সিলেট টেস্টে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু নবম উইকেটে কাইল জেমিসন ও টিম সাউদির দারুণ এক জুটির কল্যাণে উল্টো নিউজিল্যান্ড পেয়েছে ৭ রানের লিড। তাইজুল ইসলাম-নাঈম হাসানরা যখন জুটি ভাঙতে পারছিলেন না, তখন গতকাল শেষ বিকালে চমক দেখানো মুমিনুল হক এলেন বোলিং আক্রমণে।
আজও ব্রেক থ্রু এনে দেন মুমিনুলই। এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান জেমিসনকে (২৩)। এতে করে ভাঙে জেমিসন-সাউদির ৫২ রানের জুটি। তাঁদের জুটিতেই প্রথম ইনিংসে ৩১৭ রান তুলতে পেরেছে কিউইরা। পরের ওভারে সাউদিকেও (৩৫) বোল্ড করেন মুমিনুল।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ