প্রসেসর ও এসএসডির দাম বেড়েছে
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, ১৪ প্রজন্মের কোর আই ৯, কোর আই ৭ ও কোর আই ৫ মডেলের প্রসেসরের দাম ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বেড়েছে। সলিড স্টেট ড্রাইভের (এসএসডি) দামও বেড়েছে প্রতিষ্ঠানভেদে ৫০০ থেকে ৬০০ টাকা। তবে অন্যান্য কম্পিউটার যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।
প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ (৬.০০ গিগাহার্টজ) ১৪ প্রজন্ম ৭৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৯ (৫.৮০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ৬৭ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৬০ গিগাহার্টজ) ১৪ প্রজন্ম ৫২ হাজার টাকা, কোর আই ৭ (৫.৪০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ৪৪ হাজার টাকা, কোর আই ৫ (৫.৩০ গিগাহার্টজ) ১৪ প্রজন্ম ৩৭ হাজার ২০০ টাকা, কোর আই ৫ (৪.৬০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ২৪ হাজার ৫০০ টাকা এবং কোর আই ৩ (৪.৫০ গিগাহার্টজ) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অটোমোবাইল
- এসএসডি
- প্রসেসর
- দাম বৃদ্ধি