এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনার শেষ নেই। তাঁরা নানা দাবিদাওয়া নিয়ে রাজধানীতে দিনের পর দিন পড়ে থাকেন। আন্দোলন, অনশন—সবই করেন। কিন্তু দিন শেষে তাঁদের খালি হাতে ফিরতে হয়।
এমপিওভুক্ত শিক্ষকেরা তাঁদের বেতনের একাংশ পান প্রতিষ্ঠান থেকে, আরেকাংশ সরকার থেকে পেয়ে থাকেন। এ ছাড়া সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের তুলনায় সুযোগ-সুবিধায় অনেক পিছিয়ে তাঁরা। এর মধ্যে প্রতিষ্ঠানকেন্দ্রিক নানা কোন্দল ও ব্যক্তির অনিয়মের কারণে অনেক এমপিওভুক্ত শিক্ষক ঠিকমতো বেতন পান না। যেমনটি আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ীর গোয়ালন্দ আইডিয়াল উচ্চবিদ্যালয়ে।