সংসদ ভেঙে নতুন তফসিল ঘোষণার আহ্বান

প্রথম আলো পান্থপথ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ২১:১৭

মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা দেশে আবারও একতরফা বা সাজানো নির্বাচন আয়োজন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তাঁরা বলেন, নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু সরকার নির্বিচার মামলা, গ্রেপ্তার ও সাজা দিয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর অংশগ্রহণের সুযোগ রুদ্ধ করছে।


‘আবারও সাজানো নির্বাচন: নাগরিক উৎকণ্ঠা’ শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় রাজধানীর পান্থপথে দৃক পাঠ ভবনে। আলোচকদের আশঙ্কা, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে গণতন্ত্র, অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হবে। তাই বর্তমান সংসদ ভেঙে দিয়ে এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের নতুন তফসিল দেওয়ার আহ্বান জানান বক্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও