কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দিন শেষে ‘আক্ষেপটাই বড়’ জয়ের কাছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ২০:০২

ইশ সোধির হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি সামনের পা বাড়িয়ে বেশ জোরের সঙ্গে ডিফেন্স করতে চাইলেন মাহমুদুল হাসান জয়। টার্ন করে ব্যাটের বাইরের কানা ছুঁয়ে বল জমা পড়ল স্লিপে থাকা ড্যারিল মিচেলের হাতে। হতাশা আর আক্ষেপে যেন ক্রিজে জমে গেলেন জয়। ড্রেসিং রুমে ফেরার পথটা যেন তখন তার কাছে অনেক  দূরের পথ!


জয়ের সামনে ছিল সেঞ্চুরির হাতছানি। তার আগে আউট হওয়া নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরাও উইকেটে জমে গিয়েছিলেন। বড় ইনিংস খেলার সম্ভাবনা জাগিয়েছিলেন তারাও। কিন্তু হয়নি কোনোটিই। অন্য ব্যাটসম্যানরাও দুই অঙ্ক ছুঁয়ে ফিরে যান ইনিংস বড় করার আগেই। সম্মিলিত অবদানে প্রথম দিন তিনশ পেরোলেও ইনিংস বড় করতে না পারার আক্ষেপটাই বড় জয়ের কাছে। 


সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের প্রথম দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য তেমন কঠিন ছিল না। নতুন বলে নিউ জিল্যান্ডের বোলারদের কয়েকটি ডেলিভারি টার্ন করলেও সেগুলোয় কোনো বিষ ছিল না। বলের বাউন্স অসমান ছিল না খুব একটা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে টার্নও কমতে থাকে। বল পুরোনো হওয়ার পর তীক্ষ্ন টার্ন দেখা যায়নি তেমন একটা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও