কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বহুমুখী দূষণে ঝুঁকিতে গর্ভবতী মা ও শিশু, বাড়ছে অটিজম

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৩, ১৮:২১

দীর্ঘদিন ধরে নানারকম দূষণে ভুগছে রাজধানী ঢাকা। বায়ু দূষণ, শব্দ দূষণ কিংবা রেডিয়েশন— কোনোকিছুতেই পিছিয়ে নেই এ শহর। শুধু ঢাকা নয়, দেশের অন্যান্য শহর এমনকি গ্রামেও দূষণের কবলে পড়ছে মানুষ। অতি দূষণের নেতিবাচক প্রভাব পড়ছে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যের ওপর।


শিশুদের ক্ষেত্রে প্রি-ম্যাচিউরড জন্মগ্রহণ এবং নানারকম প্রতিবন্ধিতায় আক্রান্ত হওয়ার জন্য এসব বহুমুখী দূষণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাংলাদেশে প্রতি ১ লাখ শিশুর মধ্যে ১ হাজার জনের অটিজম বা প্রতিবন্ধিতার বৈশিষ্ট্য আছে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।


বায়ু মানের সূচক (একিউআই) অনুযায়ী বায়ু দূষণে ঢাকার অবস্থান বিশ্বের মধ্যে কখনো দ্বিতীয় আবার কখনো তৃতীয় হয়। একিউআই সূচকে ঢাকা সবসময় ২০০ বা তার বেশি নেতিবাচক অবস্থানে থাকে। আবার শব্দ দূষণেও জেরবার ঢাকাবাসী। শব্দের গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ২ গুণ বেশি মাত্রা মিলছে রাজধানীর বিভিন্ন স্থানে। আগে যেখানে দিনে গড়ে ১২ ঘণ্টা ধরে সহনীয় মাত্রার চেয়ে বেশি মাত্রায় শব্দ দূষণ হতো, সেখানে এখন তা ১৪ ঘণ্টা ছাড়িয়েছে। অর্থাৎ এখানেও অতি দূষণ হচ্ছে। এর ফলে নাগকিদের মেটাবলিক সিস্টেম বা খাদ্যের হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও