খননযন্ত্র বিকল, আটকে পড়াদের উদ্ধারে সুড়ঙ্গে হাতুড়ি ও শাবল নিয়ে শ্রমিকেরা
ভারতের উত্তরাখন্ড রাজ্যে নির্মাণাধীন একটি সুড়ঙ্গধসে আটকে পড়া ৪১ শ্রমিককে ১৬ দিনেও উদ্ধার করা যায়নি। এর মধ্যে খননযন্ত্র আবারও বিকল হয়েছে। আজ সোমবার দুপুর থেকে গাঁইতি, হাতুড়ি ও শাবল নিয়ে সুড়ঙ্গে প্রবেশ করেছেন শ্রমিকেরা। তাঁরাই এখন সুড়ঙ্গের খননকাজ করবেন।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধসে যাওয়া সুড়ঙ্গের আর ১০ থেকে ১২ মিটার খুঁড়ে দিতে পারলেই পৌঁছানো যাবে আটকে পড়া ৪১ শ্রমিকের কাছে। তারপর শুরু হবে হুইল স্ট্রেচারে তাঁদের বের করার কাজ। উদ্ধারকাজে সাহায্য করার জন্য নামানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীকেও।
লোহা–পাথর কাটার কাজ শ্রমিকেরা করবেন পালা করে। সে জন্য দিল্লি থেকে বিশেষ দক্ষতাসম্পন্ন শ্রমিকদের আনা হয়েছে। এ কাজে কত দিন সময় লাগবে, এ নিয়ে উদ্ধারকারীরা কিছু বলতে চাচ্ছেন না। কারণ, এর আগে যতবার তাঁরা মনে করেছিলেন শ্রমিকদের উদ্ধার স্রেফ সময়ের ব্যাপার, তখনই কোনো না কোনো বাধা এসেছে, নয়তো বিপর্যয় ঘটেছে। পিছিয়ে গেছে সময়সীমা।