আসাদুজ্জামান নূর ও মমতাজের পর এবার নৌকা প্রতীক নিয়ে লড়বেন ফেরদৌস
তফসিল ঘোষণার পর নির্বাচনী দৌড়ে শামিল হন চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও সংগীতাঙ্গনের বেশ কয়েকজন তারকা। এর আগে কোনো নির্বাচন নিয়ে তারকাদের এমন আগ্রহ দেখা যায়নি। রাজধানী ঢাকারনির্বাচনী আসন–১০ ও ১৮ থেকে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ যেমন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, তেমনি বাগেরহাট-৩ থেকে নিয়েছিলেন আরেক নায়ক শাকিল খান। নতুন প্রজন্মের তারকারাও পিছিয়ে ছিলেন না। বেশ কিছুদিন ধরে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা মাহিয়া মাহিও দিনাজপুর থেকে মনোনয়ন ফরম নিয়েছিলেন।
এ ছাড়া বরিশাল–৩ থেকে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, ফেনী–৩ থেকে অভিনেত্রী রোকেয়া প্রাচী ও শমী কায়সার, ঢাকা–৮ থেকে গায়ক এস ডি রুবেল, ঝিনাইদহ-১ থেকে চিত্রনায়িকা শিমলা এবং ঢাকা–১৭ ও টাঙ্গাইল-১ থেকে অভিনেতা সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। শেষ পর্যন্ত নতুনদের মধ্যে নৌকার হয়ে ঢাকা–১০ আসন থেকে নির্বাচনে লড়ার অনুমতি পেয়েছেন একমাত্র চিত্রনায়ক ফেরদৌস।