দুই সপ্তাহ ধরে পাকিস্তানের মূল্যস্ফীতি ৪০ শতাংশের ওপরে

ডেইলি স্টার পাকিস্তান প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:২৭

পাকিস্তানে গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে টানা দ্বিতীয় সপ্তাহের মতো বার্ষিক স্বল্পমেয়াদী মূল্যস্ফীতি ৪০ শতাংশের ওপরে আছে।


পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো (পিবিএস) জানিয়েছে, ২৩ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে মূল্যস্ফীতির হার ছিল ৪১ দশমিক ১৩ শতাংশ। কারণ গ্যাসের দাম এক বছর আগের তুলনায় ১ হাজার ১০০ শতাংশ বেড়েছে।


গ্যাসের পর সবচেয়ে বেশি দাম বেড়েছে সিগারেট (৯৪ শতাংশ), গমের আটা (৮৮ দশমিক ২ শতাংশ), মরিচ গুঁড়া (৮১ দশমিক ৭ শতাংশ), ভাঙা বাসমতি চাল (৭৬ দশমিক ৬ শতাংশ), রসুন (৭১ শতাংশ), ইরি-৬/৯ চাল (৬২ দশমিক ৩ শতাংশ), জেন্টস স্পঞ্জ জুতা (৫৮ শতাংশ), জেন্টস স্যান্ডেল (৫৩ দশমিক ৩৭ শতাংশ), ব্র্যান্ডেড চা (৫৩ শতাংশ), গুড় (৫০ দশমিক ৮ শতাংশ) এবং আলু (৪৭ দশমিক ৯ শতাংশ)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও