You have reached your daily news limit

Please log in to continue


ভোটারদের কেন্দ্রে আনতে কাজ করার নির্দেশ মনোনয়নপ্রত্যাশীদের সভায়

জানুয়ারির শুরুতে অনুষ্ঠেয় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবনে তিনশ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

নির্বাচনে নৌকা মার্কা পাওয়ার আশায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনা সোয়া তিন হাজার মনোনয়নপ্রত্যাশী এ মতবিনিময় সভায় অংশ নেন। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজকে জননেত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের কিছু নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে দলীয় প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের পক্ষে ঐকবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

“পাশাপশি সবাই যেন ঐক্যবদ্ধভাবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান, সেটাও বলেছেন।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন