গোয়েন্দা কার্যালয়ে তানজিন তিশার দুঃখপ্রকাশ, তুলে নিলেন অভিযোগ
কয়েক দিন ধরে অভিনয়শিল্পী তানজিন তিশা ও বিনোদন সাংবাদিকদের দ্বন্দ্ব চলছিল। সাংবাদিকেরা তিশার অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে গত মঙ্গলবার মানববন্ধন করেন। আলটিমেটাম দেন ২৪ ঘণ্টার মধ্যে যেন ক্ষমা চান তানজিন তিশা। তবে ২৪ ঘণ্টার মধ্যে তা না হলেও আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে তিশা তাঁর আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে ডিবি অফিসে সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহার করেন।
সাংবাদিকদের উদ্দেশে তানজিন তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দু-একটি নিউজ পোর্টালে আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করা হয়েছে। এ সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই, সে আমাকে একটি টেক্সট করে, যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে, প্রশ্নটি এ সময়ের জন্য যৌক্তিক ছিল না। আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি, তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখপ্রকাশ করেছি।’