নারায়ণগঞ্জে কাউন্সিলরের নেতৃত্বে খাল ও রেলের ডোবা ভরাট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বাগপাড়া এলাকায় খেলার মাঠ বানানোর কথা বলে সরকারি খাল ও রেলওয়ের ডোবা ভরাট করা হয়েছে একজন কাউন্সিলরের নেতৃত্বে।
১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইফতেখার আলম খোকনের তত্ত্বাবধানে দুই সপ্তাহ আগে রাতের আঁধারে বালু ফেলে স্থান দুটি ভরাট করা হয়। স্থানীয়দের অভিযোগ, মাঠ বানানোর কথা বলা হলেও আসল উদ্দেশ্য জমি দখল।
এ বিষয়ে কাউন্সিলর খোকনের ভাষ্য, স্থানীয় তরুণ-যুবকদের অনুরোধে তিনি বালু ভরাট করার অনুমতি দিয়েছেন, আর খালের মুখ যেন বন্ধ না হয়, সেজন্য ড্রেন করার কথা বলেছেন।
তবে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এর কোনো ‘যৌক্তিকতা নেই’। কাউন্সিলরের কাছে তিনি এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়েছেন।
সরেজমিনে দেখা যায়, বাগপাড়া এলাকায় ভাষাসৈনিক নাগিনা জোহা সড়কের পাশে খালটির পাশাপাশি রেলওয়ের জমিতে থাকা একটি ডোবাও বালু দিয়ে ভরাট করা হয়েছে। সেখানে সাঁটানো হয়েছে একটি সাইনবোর্ড, তাতে লেখা ‘এটি শহীদ মুজিবর স্পোর্টিং ক্লাব অ্যান্ড একাডেমীর উদ্যোগে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠের জন্য নির্ধারিত স্থান’।