ডকুমেন্ট স্ক্যানিং ফিচারে আরও নতুন ২ সুবিধা যুক্ত করল গুগল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১৬:৩৩
ডকুমেন্টকে ভার্চুয়ালি আরও ভালোভাবে গুছিয়ে রাখতে ড্রাইভে স্ক্যানিং ফিচারে নতুন দুই আপডেট এনেছে টেক জায়ান্ট গুগল। নতুন এ দুটি সুবিধার মাধ্যমে ট্রেনের টিকিট, বিভিন্ন রসিদসহ বিভিন্ন ডকুমেন্ট স্ক্যান করে গুগল ড্রাইভে আপলোড করা আরও সহজ হবে। গুগল স্ক্যানারের সঙ্গে ‘ইমেজ ভিউফাইন্ডার’ ফিচার ও ‘অটো ক্যাপচার’ ক্যামেরা মোড যুক্ত করেছে গুগল। ছবির বিষয়বস্তু ক্যামেরার ফ্রেমের মধ্যে আনলেই অটো ক্যাপচার সঙ্গে সঙ্গেই সেটির ছবি তুলে ফেলবে।
গুগলের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট নাইনটুফাইভগুগলের মতে, ছবি তোলার পর ডকুমেন্ট স্ক্যানারে নতুন একটি ইন্টারফেস দেখা যাবে। এই ইন্টারফেসে ছবি এডিটের জন্য অনেকগুলো টুল রয়েছে। ক্রপ ও রোটেট, ফিল্টার (অটো, কালার ও গ্রেস্কেলের অপশন), রিটেক ও ডিলিটের মতো টুলগুলো এতে থাকবে। এডিটের পর টুলটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করার সুযোগও দেবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নতুন ফিচার
- গুগল ড্রাইভ