কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে এসআই প্রত্যাহার

ডেইলি স্টার বরিশাল প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১৩:২৮

নিজ থানার বাইরে অন্য থানায় অননুমোদিতভাবে অভিযান পরিচালনা করা ও মাদকদ্রব্য উদ্ধারের মিথ্যা মামলায় ফাসানোর ঘটনায় কাউনিয়া থানার সাব ইনসপেক্টর (এসআই) রেদোয়ান ইসলাম রিয়াদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করার নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।


বৃহস্পতিবার রাতেই তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।


বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা কৃষক মোসলেম জমাদ্দারের ছেলে আবদুল্লাহ বিন লাদেনের বিরুদ্ধে মিথ্যা মাদক মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এসআই রেদোয়ান ইসলামের বিরুদ্ধে।


এ বিষয়ে ভুক্তভোগী মোসলেম জমাদ্দার বলেন, 'আমি ও আমার ছেলে আবদুল্লাহ বিন লাদেন মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর থেকে উপবন লঞ্চে বুধবার সকাল ১০টায় বরিশাল লঞ্চঘাটে নামার পরেই আমাদের দুজনকে পুলিশ দেহ তল্লাশি করতে চাইলো। কিছু শোনার আগেই তারা আমাদের দেহ তল্লাশি করে কিছু পেল না।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও