ধর্ষণের অভিযোগে আলভেজের ৯ বছরের কারাদণ্ড দাবি
২০২২ সালে বার্সেলোনার এক নৈশ ক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ব্রাজিলের সাবেক ফুলব্যাক দানি আলভেজের ৯ বছর কারাবাসের শাস্তি দাবি করেছেন স্পেনের কৌঁসুলিরা। গত জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকেই বার্সেলোনার জেলে আটক আছেন আলভেজ। বার্সা ও পিএসজির সাবেক এই খেলোয়াড়ের কাছে ভুক্তভোগীর জন্য ১ লাখ ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করেন কৌঁসুলিরা। আলভেজের বিরুদ্ধে অভিযোগপত্রের একটি অনুলিপি দেখে আজ খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা ও কনফেডারেশনস কাপ জয়ী আলভেজের বিচারের দিন এখনো ধার্য হয়নি। ৪০ বছর বয়সী আলভেজের দাবি, মেয়েটির সম্মতির ভিত্তিতেই তাঁর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটিয়েছেন। গ্রেপ্তার হওয়ার পর গত জুনে প্রথমবারের মতো একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন আলভেজ। স্পেনের ‘লান ভ্যানগার্ড’ সংবাদমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে আলভেজ বলেছিলেন, ‘সাটন নৈশ ক্লাবে সেদিন রাতে বাথরুমে যা ঘটেছিল তা নিয়ে আমি বিবেকের কাছে পরিষ্কার। যেটা ঘটেনি তা হলো, আমি সেই নারীর সঙ্গে জোর করে কিছু করেছি।’
- ট্যাগ:
- খেলা
- অন্যান্য
- ফুটবলার
- ধর্ষণের অভিযোগ
- ব্রাজিল