শীতে শিশুর পোশাক

প্রথম আলো প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ০৯:২৫

প্রথমেই তাই চলে আসে শীতপোশাকের ভাবনা। শীতপোশাক নির্বাচনের ক্ষেত্রে প্রথমেই মাথায় রাখতে হবে শীতের ধরন ও শিশুর বয়স। হালকা শীতে যেমন বেশি ভারী শীতপোশাক নির্বাচন করা উচিত নয়, তেমনি বেশি শীতে হালকা কাপড় বাচ্চার ক্ষতির কারণ হতে পারে।

শিশুর বয়সের দিকটাও গুরুত্বসহকারে দেখতে হবে। নবজাতককে শীতপোশাক, কম্বলসহ গরম রাখতে হবে। প্রয়োজনে মাথায় টুপি এবং হাত ও পায়েও মোজা পরিয়ে রাখতে হবে। এ ধরনের বাচ্চাদের জন্য হাইপোথার্মিয়া প্রাণ সংশয়ের কারণ হতে পারে।


আবার স্কুলগামী শিশুদের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। যেহেতু সকালে শীতের প্রকোপ একটু বেশি দেখা যায়, তাই এদের স্কুলড্রেসের বাইরে অতিরিক্ত একটি শীতপোশাক পরিয়ে দিতে হবে। প্রয়োজনে মাফলার ও টুপি ব্যবহার করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও