শুধু বিশ্বকাপটাই জিততে পারেননি!
বিরাট কোহলি বাকি সবই করেছেন। এবারের বিশ্বকাপে ৯৫.৬২ গড়ে ৭৬৫ রান করেছেন। সেমিফাইনালে শতকের পর ফাইনালে করেছেন অর্ধশতক। তাতে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন কোহলি। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে শতক করে ২৮ ধাপ এগিয়েছেন ট্রাভিস হেড। সেমিফাইনালেও অর্ধশতক করেছিলেন তিনি।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের শুবমান গিল (৮২৬)। বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে বাংলাদেশের সাকিব আল হাসান।