বিখ্যাত শিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান শোনাবে ইউটিউবের এআই

প্রথম আলো প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩, ১৬:১৫

বিখ্যাত শিল্পীদের কণ্ঠে নিজের লেখা গান শোনার সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল আনতে কাজ করছে ইউটিউব। ‘ড্রিম ট্র্যাক’ নামের টুলটি চালু হলে ইউটিউব ব্যবহারকারীরা চাইলেই চার্লি পুথ, ডেমি লোভাটো, জন লিজেন্ডসহ বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে নিজেদের লেখা গান শুনতে পারবেন। শুধু তাই নয়, গানগুলো ইউটিউব শর্টস ভিডিওতে ব্যবহারও করতে পারবেন তাঁরা।


ইউটিউবের তথ্যমতে, ড্রিম ট্র্যাক টুলটি চালু করে গানের কথা, ধরন ও শিল্পীর নাম উল্লেখ করলেই স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট শিল্পীর কণ্ঠে গানটি শোনা যাবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের নির্বাচিত ১০০ নির্মাতা পরীক্ষামূলকভাবে টুলটি ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। টুলটিতে নিজেদের কণ্ঠ ব্যবহারের জন্য আপাতত নয়জন শিল্পী অনুমতি দিয়েছেন। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিল্পীদের কণ্ঠে গান তৈরি করা হলেও মেধাস্বত্ব আইন ভঙ্গ হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও