You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ার কাছে এই ট্রফিটাই সেরা

গ্যালারিতে লাখো দর্শকের নীল–সমুদ্র, ক্ষণে ক্ষণে সেই সমুদ্রের গর্জন, আর প্রতিটি চার–ছয়ে আতশবাজি ও আলোর ফোয়ারা—উৎসব আর উচ্ছ্বাসের মহামঞ্চ প্রস্তুত ছিল ভারতের জন্য। ফাইনালের পথে একের পর এক প্রতিপক্ষকে গুঁড়িয়ে আসা রোহিত শর্মাদের হাতে ট্রফি দেখতে মাঠে উপস্থিত স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

কিন্তু বিরুদ্ধ পরিস্থিতিতে কঠিন লড়াই আর দৃঢ়প্রতিজ্ঞায় সব প্রতিকূলতা উড়িয়ে দেওয়ার চিরন্তন সেই অস্ট্রেলীয় চরিত্র কি তাতে দমে যেতে পারে? পারে না বলেই বিরাট কোহলিকে বোল্ড করে গর্জন করতে থাকা গ্যালারিকে চুপ করিয়ে দেন প্যাট কামিন্স, টুর্নামেন্টে কখনো ১০ উইকেট না হারানো ভারতকে অলআউট করে দেয় অস্ট্রেলিয়ার বোলিং আর ২৪০ রান তাড়ায় ৪৭ রানে তিন উইকেট হারিয়েও ট্রাভিস হেড আর মারনাস লাবুশেন মিলে গড়ে ফেলেন ১৯২ রানের জুটি। টুকরো টুকরো এসব দৃশ্য আর ঘটনারই যোগফল—আহমেদাবাদে ভারতকে ৬ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন