![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-11%252F3454028f-3dc1-41b3-ae4c-e0ccf6bb19d8%252FWhatsApp_Image_2023_11_19_at_6_27_33_PM.jpeg%3Frect%3D0%252C217%252C1156%252C650%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D900%26dpr%3D1.1)
যে কারণে কমছে গরুর মাংসের দাম
প্রথম আলো
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ২৩:১৪
বাজারে সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছেন মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। তাতে বাজারে গরুর মাংসের চাহিদা কমে গেছে। এ জন্য অনেকটা বাধ্য হয়ে কম লাভে হলেও মাংস বিক্রি করছেন বিক্রেতারা। ফলে রাজধানীর বিভিন্ন স্থানে গরুর মাংসের দাম বাজারভেদে ৫০ থেকে ১৮০ টাকা পর্যন্ত কমেছে।
রাজধানীর মালিবাগ, মগবাজার, রামপুরা, নিউমার্কেট কাঁচাবাজার ও কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে ৫০-৬০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়। তবে রাজধানীর শনির আখড়া, রায়েরবাগ, মুজাহিদনগর, মেরাজনগর, জুরাইন, লালবাগ, হাজারীবাগ ও কাপ্তানবাজারে প্রতি কেজি গরুর মাংসের দাম দুই মাসের ব্যবধানে ১৫০-১৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। তবে কম দামি মাংসে চর্বির পরিমাণ একটু বেশি থাকে।