তিন বন্ধুর ‘সাধ্যের বাজার’
প্রথম আলো
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩, ১২:২৫
সাধ্যের বাজারের কার্যক্রম বর্তমানে ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ। ভবিষ্যতে চট্টগ্রামসহ অন্যান্য বিভাগীয় শহরেও কার্যক্রম বাড়াতে চান সদস্যরা। অনিক দাস উল্লেখ করেন, সাধ্যের বাজারকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা তাঁদের রয়েছে।
উদ্যোগটি নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী অনিক দাস, শয়ন মিনজী ও নন্দিনী দেবী। অন্যতম উদ্যোক্তা অনিক দাস বলেন, ‘বর্তমানে একটা মাছ বা মুরগি কিনলেই ২৫০ থেকে ৩০০ টাকা শেষ হয়ে যায়। দেখা যায়, অনেকে পছন্দ অনুযায়ী মাছ বা মুরগি কিনতেও পারেন না। আমরা নিজেরাও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। এরপরই সাধ্যের বাজারের পরিকল্পনা করি।’ অনিক দাস যোগ করেন, ‘অনেক বাসায় একজন বা দুজনের জন্য রান্না হয়। কিন্তু চাইলেই তাঁরা অল্প করে কিনতে পারেন না। আমাদের উদ্যোগটি তাঁদের কাজে দেবে।’
- ট্যাগ:
- লাইফ
- ক্যাম্পাস
- বাজারমূল্য