![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-11%2Fc123f1ec-c5e1-4593-a3cb-b508e33aab71%2Fmeta_reuters_171123_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
এআইভিত্তিক ভিডিও এডিটিং টুল আনল মেটা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ১৯:১৬
ফেইসবুক ও ইনস্টাগ্রামের জন্য এবার দুটি নতুন এআইভিত্তিক ভিডিও এডিটিং ফিচার চালু করেছে সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা।
বৃহস্পতিবার ঘোষণা দেওয়া ফিচারগুলোর মধ্যে প্রথমটির নাম ‘ইমু ভিডিও’, যেখানে ছবি, ছবির বর্ণনা বা ক্যাপশনকে প্রম্পট হিসেবে ব্যবহার করে চার সেকেন্ডের ভিডিও বানানো যায়। আর অন্যটির নাম ‘ইমু এডিট’, যেখানে ব্যবহারকারীরা আগের চেয়ে সহজ উপায়ে বা টেক্সট প্রম্পটের মাধ্যমেই ভিডিও এডিট করার সুবিধা পাবেন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- এডিটিং টুল
- সোশ্যাল মিডিয়া